Latest Notice

Apr23
Jul17
এতদ্বারা ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আগামী ১৮ই জুলাই থেকে ২৫ই জুলাই পর‌্যন্ত অনলাইন ক্লাশ বন্ধ থাকিবে। ২৬ই জুলাই ২০২১ইং তারিখ থেকে যথারীতি ক্লাশ চলবে।

মাদরাসার ইতিহাস

বার আউলিয়ার স্মৃতিধন্য পূণ্যভূমি ‘মদিনাতুল আউলিয়া’ নামে খ্যাত চট্টগ্রাম শহরের অদূরে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যালস্থ শরীয়ত ও তরীকতের শিক্ষা প্রচারে আধ্যাত্মিক জগতের অন্যতম দিকপাল পীরে কামিল হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারি শাহ্সুফী ছৈয়্যদ আবদুল বারী শাহ্ (রহ.) কর্তৃক ১৯৬৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত আল-আমিন বারীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির আন্তরিক প্রচেষ্টায় ২০১৬ সনে কামিল মডেল মাদ্রাসায় উন্নীত হয়েছে। আলিম, ফাযিল ও কামিল শ্রেণিতে দরসে নিযামীর Read more

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

২০১১ সাল থেকে মডেল মাদ্রাসা  ঘোষণার পর দ্রূতগতিতে এগিয়ে চলছে  আল আমিন বারীয়া মাদ্রাসা। ২০১৬ খ্রিস্টাব্দে কামিল পাঠদানের অনুমতি লাভের পর ২০২১ সালে অধুভক্তি লাভ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় হতে। এটিতো একাডেমি সফলতা।  কিন্তু সার্বিক উন্নতির জন্য বৃহৎপরিকল্পনা  রয়েছে।

১. মহিলা ক্যাম্পাস স্থাপন। 

২.  ল্যাঙ্গুইজ ক্লাস চালু। 

৩. আরবি ভাষা ও ইংরেজি ভাষার জন্য কোর্স চালু করা ।  বর্তমানে  আরবি ভাষা কোর্স চালু হয়ে গত ১৪/২/২৩   এ প্রথম ব্যাচ সমাপ্ত হয়েছে।  দ্বিতীয় ব্যাচ উদ্বোধনের পথে। 

৪. "আল বারী" দেয়ালিকা ম্যাগাজিন প্রকাশ করা। 

৫. সকল শিক্ষার্থীকে অন লাইনের আওতায়  এনে what's app. Imo ও zoom, এর মাধ্যমে  সর্বাক্ষণিক  কেয়ার নেয়া।

৬. কম্পিউটার কোর্স অব্যহত রাখা।

৭. শ্রেণি কক্ষ সম্প্রসারণের  মাধ্যমে প্রতি ক্লাসে  ১০০ জনে উন্নতি করা। 

৮. কিরাত প্রশিক্ষণ কোর্স  পৃথকভাবে ব্যবস্থা করা। 

৯. নাহু সরফ পাঠদোনের  জন্য শর্ট  কোর্স  চালু করা।

১০. প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা।

১১. দ্রুত  সেবার জন্য সিলেবাস কারিকুলাম, লোকেশন প্লান,  প্রসপেক্টাস, পরিচয় পত্র, প্রত্যয়ন পত্র ইত্যাদি ওয়েভ সাইড প্রকাশ করা। 

১১. মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, আল মদিনা বিশ্ববিদ্যালয় , মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের সাথে আন্ত যোগাযোগ রক্ষা করে শিক্ষর্থী ভর্তির ব্যবস্থা করা। 

১৩.  ভরত,পাকিস্তান, কুয়েত,ইত্যাদি দেশের উপযোগী করে  বৈশ্বিক দক্ষ জনশক্তি প্রস্তুত করা। 

১৪. আরবিতে কথা বলার উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তোলা। 

১৫.  ফতোয়া বিভাগ গঠন করা। 

১৬. প্রক্তন শিক্ষার্থীদের নিয়ে ফোরাম গঠন করা। 

১৭.  আল আমিন বারীয়া সাংস্কৃতিক  ফোরামের মাধ্যমে  নাত, গজল, ও হামদ প্রশিক্ষনণর  ব্যবস্থা করা। 

১৮.  লেখক ও কলামিস্ট  তৈরীর জন্য প্রশিক্ষণ ও প্রতিযোগিতার ব্যবস্থা করা। 

১৯.  লাইব্রেরীর কিতাবগুলোর অনলাইন ভিত্তিক তালিকা প্রকাশ করা। 

২০. কামিল ক্লাসের জন্য  অন্যান্য  ক্লাসের ন্যায়  পৃথক রিডিং রোমের  ব্যবস্থা করা।

Madrasah Principal

অধ্যক্ষ ড. মুহাম্মদ ইছমাইল (নোমানী)

সূবর্ণজয়ন্তী কর্ণার